বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভারতের
তুমুল আলোচিত বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ভারতের। অভিষিক্ত মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারার দুটি ফিফটির ওপর ভর করে দিন শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ২১৫ রান করেছে ভারত। ৬৮ রান করে উইকেটে অপরাজিত আছেন পুজারা, ৪৭ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি।
১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় টেস্ট জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতীয়রা একাদশ নির্বাচনে এদিন খানিকটা চমক দেখায়। আগের দুই টেস্টে ওপেন করা ওপেনার কে এল রাহুল ও মুরালি বিজয়কে বাদ দেয় ভারতীয় দল। আর পেসার উমেশ যাদবকে বাদ দিয়ে ফিটনেস বিতর্কে থাকা রবীন্দ্র জাদেজাকে দলভুক্ত করে। মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে হনুমা বিহারি ও অভিষিক্ত মায়াঙ্ক আগরওয়ালকে ওপেন করতে পাঠায় ভারতীয়রা। শুরুটা দেখেশুনে করলেও দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে প্যাট কামিন্সের বলে অ্যারন ফিঞ্চকে ক্যাচ দিয়ে ফিরে যান বিহারি। কিন্তু অন্য প্রান্তে আস্থার সঙ্গে খেলতে থাকেন অভিষিক্ত মায়াঙ্ক। ওয়ানডাউনে নামা পুজারার সঙ্গে গড়ে তোলেন ৮৩ রানের জুটি। নিজের প্রথম টেস্ট খেলতে নেমে আটটি চার ও এক ছয়ের মারে ৭৬ রান করে কামিন্সের বলে উইকেটরক্ষক পেইনের হাতে ধরা পড়েন মায়াঙ্ক।
১২৩ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন অধিনায়ক কোহলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেট জুটিতে পুজারার সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ে আর কোনো বিপদ ঘটতে দেননি কোহলি। প্রথম দিনের ওভারপ্রতি মাত্র ২.৪২ রেটে রান করলেও মাত্র দুটি উইকেট হারিয়ে এগিয়ে আছে সফরকারী ভারত। অস্ট্রেলিয়া দলের পক্ষে প্যাট কামিন্স দুটি উইকেট নেন।