ট্রেন্ট বোল্টের বিষে বিবশ শ্রীলঙ্কা
প্রথম দিনই বোলারদের ব্যাপক দাপট ছিল। দুই দলের মোট ১৪ উইকেট পড়েছিল। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনেও একই দশা, স্বাগতিক নিউজিল্যান্ড পেসারদের তোপে উড়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। মাত্র ১০৪ রানেই প্রথম ইনিংস গুটিয়ে নেয় সফরকারীরা।
ট্রেন্ট বোল্টের আক্রমণাত্মক বোলিংয়েই এই বিপর্যয় হয়েছে শ্রীলঙ্কার। ১৫ ওভার বল করে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার কোমরটাই ভেঙে দেন এই কিউই পেসার।
আগের দিনের ৪ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথুস একপ্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে যাওয়া-আসা দেখেছেন সতীর্থদের।
তাই প্রথম ইনিংসেই ৭৪ রানের লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে। তারা লিড পেয়েছে ৩০৫ রানের।
এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ১৭৮ রান। ওভালের ঘাসে ঢাকা উইকেটে স্বাগতিকরা প্রথম ইনিংসে মাত্র ৫০ ওভার টিকতে পেরেছিল। প্রথম ৮ ওভার স্বাগতিকরা দেখেশুনে খেললেও আঘাত হানেন সুরঙ্গা লাকমল। সে ধারাবাহিকতায় দু-একজন ছাড়া কেউই খুব একটা সুবিধা করতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমাল ৫৪ রান খরচায় পেয়েছিলেন পাঁচ উইকেট। লাহিরু কুমারা পান তিন উইকেট।