তিনি এখন ‘স্যার অ্যালিস্টার কুক’
ইংল্যান্ডের রানি কর্তৃক সম্মানসূচক নাইটহুডে ভূষিত হয়েছেন গত সেপ্টেম্বরে অবসর নেওয়া ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক। ইংলিশ ক্রিকেটে অসামান্য অবদানের জন্য নতুন বছরে ব্রিটেনের রানির দেওয়া নাইটহুড ‘অনার্স লিস্টে’ নাম ওঠে কুকের। আজ থেকে স্যার অ্যালিস্টার কুক নামে পরিচিত হবেন তিনি।
অ্যালিস্টার কুককে বলা হয় ইংল্যান্ডের রেকর্ড বয়। ইংলিশদের পক্ষে টেস্টে সর্বকালের সেরা রান সংগ্রাহক এই ওপেনিং ব্যাটসম্যান ১৬১ টেস্ট ম্যাচে ৩৩ সেঞ্চুরিতে করেন ১২৪৭২ রান। পাশাপাশি ইংলিশদের নেতৃত্ব দেন রেকর্ড ৫৯টি টেস্ট ম্যাচে। ২০০৬ সালে ভারতের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করা কুক ব্যক্তিগত শেষ টেস্ট ম্যাচেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে বিরল রেকর্ডের জন্ম দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ায়ের ইতি টানেন। শচীন, পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়ের পর টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে আছেন কুক।
প্রায় সাড়ে চার বছর ইংল্যান্ডের অধিনায়কত্ব করার পর ২০১৭ সালে জ্যো রুটের কাছে ইংলিশ আর্মব্যান্ড ছেড়ে দেন কুক। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্মানসূচক অ্যাশেজে মোট চারবার সিরিজ জয়ী ইংল্যান্ড দলের অংশ ছিলেন কুক। ২০০৭ সালে নাইটটহুড পাওয়া স্যার ইয়ান বোথামের পর কুকই প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি এই সম্মাননায় ভূষিত হলেন।