জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ দিন শেষে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে নিউজিল্যান্ড। আগামীকাল রোববার শেষদিনে জয়ের জন্য মাত্র চার উইকেট প্রয়োজন কিউইদের। আর শ্রীলঙ্কাকে করতে হবে প্রায় অসম্ভব ৪২৯ রান। চতর্থ দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ২৩১ রান। ওভালে ৬৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।
জয়ের জন্য বিশাল লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তৃতীয় দিনশেষে অধিনায়ক দিনেশ চান্দিমাল আর কুশল মেন্ডিস অবিচ্ছিন্ন থেকে ২৪ রানে নিয়ে যান দলীয় স্কোরকে। আজ চতুর্থ দিনের খেলার শুরুতে কিউই বোলিং আক্রমণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। তৃতীয় উইকেট জুটিতে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে তোলার পথে দুই ব্যাটসম্যানই করেন অর্ধশতক। কিন্তু নিল ওয়াগনারের বলে ৬৭ রান করে কুশল ও ৫৬ রান করে চান্দিমাল বিদায় নিলে আবারও বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। অভিজ্ঞ এঞ্জেলো ম্যাথিউস ইনজুরির কারণে মাঠ ছাড়লে ঝটপট আরো দুই উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। চতুর্থ দিনশেষে দিলরুয়ান পেরেরা ২২ ও সুরঙ্গা লাকমল ১৬ রান নিয়ে উইকেটে আছেন। নিউজিল্যান্ডের পক্ষে নিল ওয়াগনার তিনটি, টিম সাউদি দুটি ও ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।
পঞ্চম দিনে ইনজুরি আক্রান্ত এঞ্জেলো ম্যাথিউসের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে জয়ের জন্য লেট অর্ডারের আর তিনটি উইকেটের দূরত্বে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ড।