পুজারার সেঞ্চুরিতে সিডনিতে চালকের আসনে ভারত
সিডনিতে সফরের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়ে বড় সংগ্রহের ভীত গড়েছে ভারত। দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান। সফরে নিজের তৃতীয় শতরান করে ১৩০ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পুজারা। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৭৭ রান করে আউট হয়ে গেলেও ৩৯ রানে অপরাজিত আছেন হনুমা বিহারি।
সিডনির ব্যাটিংবান্ধব উইকেটে টস জিতে বিনা দ্বিধায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। একাদশে দুটি পরিবর্তন এনে রোহিত শর্মাকে বসিয়ে ওপেনার লোকেশ রাহুলকে দলে ফেরায় ভারত। আর অশ্বিন পুরো ফিট না হওয়ায় ইনজুরি আক্রান্ত ইশান্ত শর্মার বদলে দলে জায়গা করে নেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। কিন্তু সিরিজে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আরো একবার হতাশ করেন রাহুল। দলীয় ১০ রানে জশ হ্যাজলউডের বলে শন মার্শকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান এই ডানহাতি ওপেনার। ওয়ানডাউনে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকেন পুজারা। দ্বিতীয় উইকেট জুটিতে আগরওয়ালের সঙ্গে গড়ে তোলেন ১১৬ রানের জুটি। বক্সিং ডে টেস্টে অভিষিক্ত আগরওয়াল খেলেন ৭৭ রানের চমৎকার একটি ইনিংস। নাথান লায়নের একমাত্র শিকার হয়ে স্টার্ককে ক্যাচ দেওয়ার আগে দৃষ্টিনন্দন সাতটি চার ও দুটি ছয় মারেন সম্ভাবনাময় এই তরুণ।
এরপর অধিনায়ক বিরাট কোহলি ও মিডলঅর্ডার আজিঙ্কা রাহানে বড় রান করতে ব্যর্থ হলেও মনঃসংযোগে চিড় ধরেনি পুজারার। ছয় নম্বরে নামা হনুমা বিহারিকে নিয়ে দিনের বাকি খেলা শেষ করেছেন তিনি। আড়াইশ বল খেলে ১৩০ রানে অপরাজিত আছেন পুজারা, অন্যদিকে বিহারি ৩৯ রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলউড দুটি, লায়ন একটি ও মিচেল স্টার্ক একটি উইকেট নিয়েছেন।