বিপিএলে খেলতে ঢাকায় ওয়ার্নার

Looks like you've blocked notifications!

বল টেম্পারিংয়ের কারণে ১২ মাসের জন্য নিষিদ্ধ অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে বাধা নেই তাঁর। তাই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে যাচ্ছেন এই অস্ট্রেলীয় তারকা।

ষষ্ঠ বিপিএলে খেলতে গতকাল বুধবার রাতে ঢাকায়ও পৌঁছেছেন ওয়ার্নার। তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন, দলটির অধিনায়কেরও দায়িত্ব পালন করবেন। ঢাকায় এসেছেন পাকিস্তানি পেসার সোহেল তানভীরও। সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছে।

গেল বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের কারণে স্টিভেন স্মিথ ও তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটের সঙ্গে ওয়ার্নারও নিষিদ্ধ হয়েছিলেন। স্মিথ ও ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা পান। অবশ্য নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এরই মধ্যে মাঠে ফিরেছেন বেনক্রফট।

আগামী শনিবার পর্দা উঠছে বিপিএলের। রোববার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস।