মাশরাফি-পাপনের পার্টনারশিপ এবার সংসদে

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের টিকেটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এমপি একই দলের সাংসদ। খেলার মাঠ থেকে দেশের ক্রিকেটের এই দুই কাণ্ডারির রসায়ন এবার জাতীয় সংসদ পর্যন্ত গিয়ে ঠেকল। ক্রিকেট মাঠের সেনাপতিকে সংসদে নিজ দলের সহকর্মী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজমুল আহসান পাপন।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘মাশরাফি সারা বাংলাদেশের সম্পদ। একজন মানুষ এক জীবনে এরচেয়ে বেশি আর কী বা করতে পারে! মাশরাফি বাংলাদেশকে ক্রিকেট মাঠে যা দিয়েছে সেটা অতুলনীয়।’
সংসদ সদস্য মাশরাফি নড়াইলের উন্নয়নের জন্য উন্মুখ। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘মাশরাফি ওর ক্যারিয়ারের শেষদিকে আছে। কিন্তু দলের প্রতি ওর নিবেদন এখনো আগের মতোই। পাশাপাশি ও এলাকার উন্নয়নের জন্য সদা চিন্তিত। ওর সাথে যখনই রাজনীতি বিষয়ে কথা হয়েছে ও শুধু ওর নড়াইলের উন্নয়ন করার কথাই বলেছে।’
মাশরাফি ক্রিকেট মাঠে অনাগত দিনগুলোতে আগের মতো লড়াকু মনোভাবেই থাকবেন জানিয়ে পাপন বলেন, ‘এখনো মাশরাফির ধ্যানজ্ঞানে ক্রিকেট। যত দিন খেলবে আশা করি আগের মাশরাফিকেই দেখবেন দর্শকরা।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে পাপন বলেন, ‘বোর্ডপ্রধান হিসেবে আর যদি তিনটা বছর সময় পাই তাহলে কিছু অবকাঠামো উন্নয়নে হাত দেব। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ের মান আর দুর্নীতি নিয়ে অভিযোগ আছে। আমি দায়িত্বে থাকলে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই দুর্নীতি সমূলে দূর করব।’