রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

যুব ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। তবে জাতীয় দল বা ঘরোয়া কোনো আসরে এর আগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই এই তরুণ অলরাউন্ডারের। তাতে কি, বিপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস কর্তৃপক্ষ ঠিকই তরুণের ওপর আস্থা রেখেছে।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের রাজশাহী কিংসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিরাজ। তাঁর দলে বেশ কয়েকজন দেশি-বিদেশি অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, তারপরও কর্তৃপক্ষ আস্থা রেখেছে এই তরুণ ক্রিকেটারের ওপরই।
দেশি ক্রিকেটারদের মধ্যে মুমিনুল হক, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান এবং বিদেশি তারকাদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও সেকুগে প্রসন্নেসহ বেশ কিছু ক্রিকেটার রয়েছেন।
দলের কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। এবার তাঁরা দলকে কেমন সাফল্য এনে দেন সেটাই এখন দেখার।
এবারের আসরে অংশ নেবে সাতটি দল। দলগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস।
আসরের তিনটি ভেন্যু ঠিক হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। একই দিনে অন্য ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের লড়াইয়ে নামার কথা।