বড় হারে সিরিজও হাতছাড়া পাকিস্তানের
কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের শুরুতেই নয় উইকেটে হেরে গেছে পাকিস্তান। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ওপেনিংয়ে সুযোগ পাওয়া ডি ব্রুইন চার রান করে পেসার মোহাম্মদ আব্বাসের বলে আউট হয়ে গেলেও মাত্র ৯.৫ ওভার খেলেই জয়ের জন্য প্রয়োজনীয় ৪১ রান করে ফেলে প্রোটিয়ারা। দারুণ এক সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৭৭ রানের জবাবে ৪৩১ রান করেছিল স্বাগতিকরা।
২৫৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ব্যবধানে পরাজয়টাই তখন সবার মনে উঁকি দিচ্ছিল। কিন্তু এর পরই পুরো সিরিজে লড়াকু ক্রিকেট খেলতে থাকা শান মাসুদ আর দলে জায়গা হারানোর শংকায় থাকা আসাদ শফিক মিলে দারুণ আস্থার সাথে সামাল দেন দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণকে। তৃতীয় উইকেট জুটিতে দুজন ১৩২ রানের পার্টনারশিপ গড়েন। শান মাসুদ ৬১ আর আসাদ শফিক ৮৮ রান করে আউট হন। এই দুজনের আউটের পর একপ্রান্তে দাঁড়িয়ে বাবর আজম দেখতে থাকেন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৭ বল থেকে ১৫টি চারে ৭২ রান করেন বাবর। শেষ পর্যন্ত ৪০ রানের লিড পেয়ে ইনিংস পরাজয়ের লজ্জা এড়ায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও কাগিসো রাবাদা নেন চারটি করে উইকেট।
আগামী ১১ জানুয়ারি থেকে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।