খুলনাকে ১৭০ রানের চ্যালেঞ্জ মাশরাফির রংপুরের
আসরে শুরুটা তাদের ভালো হয়নি। প্রথম ম্যাচেই হেরে বসে দুর্বল চিটাগং ভাইকিংসের কাছে। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই সতর্ক ছিল রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রিলি রুশোর চমৎকার দৃঢ়তায় খুলনা টাইটানসের সামনে ছুড়ে দিয়েছে ১৬৯ রানের একটা চ্যালেঞ্জিং সংগ্রহ।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য রংপুর দলীয় ১৮ রানে ওপেনার ওপেনার মেহেদী মারুফের (৫) উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় এলেক্স হেলস (১৫) ও মোহাম্মদ মিঠুনের (১৯) উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে যায় তারা।
তবে চতুর্থ উইকেটে রিলি রুশো ও রবি বোপারা দারুণ একটি পার্টনারশিপ গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান। রুশো ৫২ বলে ৭৬ রান এবং বোপারা ২৯ বলে ৪০ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন।
আলী খান ও জহির খান একটি করে উইকেট নিয়েও রংপুরের এই স্কোর গড়ার পথে খুব একটা বাধা হতে পারেননি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চরম দায়িত্বহীনতায় মাত্র ৯৮ রান গড়ে। পরে বোলারদের নৈপুণ্যে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত তিন উইকেটে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা।