জয় দিয়েই নতুন বছর শুরু বার্সেলোনার
নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নেমেছে বার্সেলোনা, প্রতিপক্ষ গেটাফে। লা লিগার এই ম্যাচে তাদের জিততে বেশ ঘাম ঝরাতে হযেছে। অতিকষ্টে ২-১ গোলে জিতেছে তারা।
গতকাল রোববার রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টাইন তারকা মেসির নৈপুণ্যে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে একটি বল পেয়ে বাঁ পায়ের চমৎকার শটে দলকে এগিয়ে দেন তিনি। আসরে এটি তাঁর ১৬তম গোল। তিনি এখন সবার ওপরে রয়েছেন।
ম্যাচের ৩৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজ ডান পায়ের জোরালো লক্ষ্যভেদ করেন।
তবে বিরতির আগে একটি গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেয় গেটাফে। স্প্যানিশ ফরোয়ার্ড হাইমে মাতা করেন গোলটি। পরে আর কোনো দলকেই গোল করতে পারেনি।
এই জয়ে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা ১২ ম্যাচে জিতেছে এবং চার ম্যাচে ড্র।