নিষিদ্ধ হলেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি

Looks like you've blocked notifications!

কেপটাউন টেস্টে সফরকারী পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আগের টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থ অধিনায়ক ফাফ ডু প্লেসি দারুণ এক শতক হাঁকিয়ে হন ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু দুঃসময়ের বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছেন না তিনি। জয়ী ম্যাচের শেষে শুনলেন বড় এক দুঃসংবাদ। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে খেলতে পারবেন না জোহানেসবার্গের পরের টেস্ট। পাশাপাশি ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হবে তাঁকে।

নির্ধারিত সময়ে কম ওভার রেটের কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তি দেন ডু প্লেসিকে। অধিনায়কের পাশাপাশি দলের অন্য সদস্যদেরও ম্যাচ ফির শতকরা ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কেপটাউন টেস্টে পাকিস্তানের বিপক্ষে একটি সেশনে এক ওভার কম বল করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু নির্ধারিত সময়ে কম ওভার করার এ বিষয়টি ম্যাচ রেফারির দৃষ্টি এড়ায়নি।

১২ মাস সময়ের মধ্যে দুবার একই অপরাধ করায় বড় শাস্তি হলো ডু প্লেসির। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে ম্যাচে ধীরগতির বোলিংয়ের জন্য সতর্ক করা হয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে।