মরিনিয়োই ছিল প্রধান সমস্যা
সাবেক কোচ হোসে মরিনিয়োকেই দলের ব্যর্থতার প্রধান কারণ বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবার ভাই ম্যাথিয়াস। বরখাস্ত হওয়ার আগে ফরাসি বিশ্বকাপজয়ী তারকা পল পগবাকে ম্যানইউর সাইড বেঞ্চে বসিয়ে রাখতেন মরিনিয়ো। একরোখা স্বভাবে নিজের খেয়ালমতো দল পরিচালনা করে সমালোচিত হয়েছেন তিনি। একের পর এক ব্যর্থতায় ম্যানইউর পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকলে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয় তাঁকে।
অন্তর্বর্তী কোচ শোলস্কেয়ারের অধীনে আবার মূল একাদশে নামানো হচ্ছে পগবাকে। মরিনিয়োর কোচিংয়ে শেষ কয়েকটা সপ্তাহ সাইড বেঞ্চে বসে কাটানো পগবা দলে ফিরেই করেছেন চারটি গোল, আর সহায়তা করেছেন তিনটি গোল করতে। ভাইয়ের এমন পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ম্যাথিয়াস। ম্যানইউর খারাপ অবস্থার জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন সদ্য সাবেক হওয়া কোচের দিকে। মাঠে দল যেমনই করুক, সব সময় সবার আগ্রহের কেন্দ্রে থাকতে চাইতেন মরিনিয়ো—এমন অভিযোগও করেছেন ম্যাথিয়াস পগবা।
কিন্তু এত অভিযোগের মধ্যেও আগ্রহ কমছে না ‘স্পেশাল ওয়ান’কে নিয়ে। পর্তুগিজ ক্লাব বেনফিকা তাদের দলের দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছে মরিনিয়োকে। গত সপ্তাহে হেড কোচ রুই ভিটোরিয়াকে ছেঁটে ফেলে ক্লাবটি। কোচের শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য ক্লাবটির নজর চলে গেছে বেকার থাকা মরিনিয়োর দিকে। আর ক্লাবের প্রেসিডেন্ট লুই ফিলিপ ভিয়েরা এ জন্য ঢালতে চাইছেন অঢেল অর্থ।
সব মিলিয়ে গেল ২০০৩-০৪ মৌসুমে এফসি পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনিয়োর নতুন ঠিকানা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকায়।