ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী
গতকালই শপথ গ্রহণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ মঙ্গলবার নিজ দপ্তরে যোগ দিয়েছেন তিনি। প্রথম দিনেই শুভেচ্ছায় সিক্ত হলেন গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে।
টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান রাসেল। ২০০৪ সালে বাবা আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুর পর গাজীপুর-২ আসন থেকে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জয় পেলেও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
জাহিদ আহসান রাসেল এবারও গাজীপুর-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন।
তবে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর সম্পৃক্ততা রয়েছে। এর আগে দুই মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল। এবার সেই মন্ত্রণালয়েরই দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।