অশালীন মন্তব্য করে বিপাকে হার্দিক!

Looks like you've blocked notifications!

টিভি শো’তে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। খ্যাতিমান চিত্র পরিচালক করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এক মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন পান্ডিয়া। অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। এই ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে দুই ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিস দিয়েছে।

অনুষ্ঠানটিতে আলোচনার এক পর্যায়ে হার্দিক পান্ডিয়া অনেক নারীর সাথে নিজের সম্পর্কের কথা নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেন। নিজের পরিবারের সাথেও এসব বিষয় নিয়ে কোনো রাখঢাক না করার কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে পান্ডিয়া বলেন, ‘আমি কোনো মেয়েকে তাঁর ক্লাবের নাম জিজ্ঞেস করিনা, বরং হাঁটাচলা করলে তাদের পশ্চাদ্দেশ ভঙ্গী কেমন হয়, সেটা দেখতেই আগ্রহী থাকি।’

এমন অশালীন মন্তব্য করায় পান্ডিয়ার উপর চটেছে বিসিসিআই। ক্রিকেটের বাইরে অন্য যেকোন টিভি শো’তে ক্রিকেটারদের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে তাঁরা।

অবশ্য ঘটনার প্রতিক্রিয়ায় জল বহুদূর গড়িয়ে যাওয়ার পর সম্বিত ফিরে পেয়েছেন ২৫ বছর বয়সী পান্ডিয়া। এক টুইট বার্তায় নিজের অযাচিত মন্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের করা টুইটে বলেন, ‘আমি অনানুষ্ঠানিক আলোচনার ধাঁচে কিছুটা প্রভাবিত হয়ে এমন মন্তব্য করে ফেলেছি। অনুষ্ঠানে আমার মন্তব্যে আহত হওয়া প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি।’     

তবে শুধুমাত্র টুইটারে ক্ষমা চেয়েই পার পাচ্ছেন না পান্ডিয়া। কে এল রাহুল আর তাঁকে বোর্ডের কারণ দর্শানোর নোটিসের সন্তোষজনক জবাবই দিতে হবে।