এবার বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় আলিস
গত শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নেমেই রাতারাতি তারকাখ্যাতি পান আলিস আল ইসলাম। নিজের অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দেন ঢাকা ডায়নামাইটসের এই অফস্পিনার। বিপিএলে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমে এমন অভাবনীয় কীর্তি গড়া এই তরুণ ক্রিকেটার আবার আলোচনায় এসেছেন। তবে এবারের আলোচনা বিব্রত করবে তাঁকে। ম্যাচশেষে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের অভিযোগের পর তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ আম্পায়াররাই।
দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই রানে রংপুরকে হারিয়ে দেওয়া ম্যাচের নায়ক ছিলেন হ্যাট্রিকম্যান আলিস। তবে তাঁর করা কিছু বিশেষ ডেলিভারি নিয়ে আপত্তি তোলে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। ম্যাচ অফিশিয়ালদের কাছে তারা জানায়, দুসরা করার সময় আলিসের কনুই আইসিসির বেঁধে দেওয়া ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় মনে হয়েছে তাদের। অন্যদিকে মাঠে থাকা দুই আম্পায়ার নিজেদের ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন, শুধু দুসরা নয়, আলিসের করা প্রায় সব বলই সন্দেহজনক মনে হয়েছে তাদের কাছে।
সন্দেহজনক অ্যাকশনের এমন অভিযোগ অবশ্য নতুন নয় আলিসের বিরুদ্ধে। প্রথম বিভাগ লিগে ওল্ড ডিওইচএসের হয়ে খেলার সময় একই অভিযোগে অভিযুক্ত হতে হয়েছিল তাঁকে। অভিযুক্ত হয়ে আলিস নিজেই প্রথম বিভাগের কর্তৃপক্ষের কাছে নিজের বোলিং অ্যাকশন সঠিক আছে কি না পরীক্ষা করে জানাতে বলেন। পরীক্ষায় দুসরা করার সময় আলিসের কনুই নির্ধারিত সীমার মধ্যে থাকে মর্মে ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ।
এবার বিপিএলে অভিষেক ম্যাচে অনন্য কীর্তি গড়েও একই অভিযোগ উঠলো আলিসের বিরুদ্ধে। বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বলেন, ‘প্রথম বিভাগে কোনো আম্পায়ার কখনো আলিসের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেনি। তা ছাড়া প্রথম বিভাগ কর্তৃপক্ষও পরীক্ষা করে তার অ্যাকশনে কোনো ত্রুটি না থাকার কথা জানিয়েছে। আর দুসরা করার ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হয়েছে তাকে, সেটা মেনেই খেলছে সে।’
তাই নতুন করে অভিযুক্ত না হলে আপাতত খেলতে কোনো বাধা থাকছে না আলিসের।