তীব্র প্রতিদ্বন্দ্বিতা জোহানেসবার্গ টেস্টে
দারুণ খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস এক ঝটকায় ২৬২ রানে মুড়িয়ে দিয়ে চমক দেখিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। তবে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন তাঁরা। ডুয়ানে অলিভিয়ের আর ভারনন ফিলান্ডারের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। তবে আবারও বোলাররাই ম্যাচে ফিরিয়েছেন তাদের। ফলে জোহানেসবার্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আকর্ষণীয় হয়ে উঠেছে দুই দলের লড়াই।
প্রথম দিনেই পাকিস্তানের দুই উইকেট ফেলে দিয়েছিল প্রোটিয়ারা। তবে নাইট ওয়াচম্যানন মোহাম্মদ আব্বাসের উইকেট পড়ার পর আসাদ শফিক শূন্য রানে আউট হয়ে গেলে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৯১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ইমাম-উল হক আউট হন। অধিনায়ক সরফরাজ(৫০) আর বাবর আজম(৪৯) পাল্টা আক্রমণ চালিয়ে ওয়ানডে স্টাইলে ৭৮ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ১৬৯ রানে। তবে ১৬৯ রানেই সরফরাজ, বাবর আর অলরাউন্ডার ফাহিম আশরাফের তিনটি উইকেট হারিয়ে পথ হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত তাঁরা ১৮৫ রানে অলআউট হয়ে গেলে ৭৭ রানের লিড পায় স্বাগতিকরা। অলিভিয়ের পাঁচটি ও ফিলান্ডার তিনটি উইকেট নেন।
তবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে নিয়মিত উইকেট তুলে নিয়ে বোলাররা আবার কিছুটা ম্যাচে ফিরিয়েছেন পাকিস্তানকে। একপর্যায়ে ৯৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা আর কুইন্টন ডি ককের প্রতিরোধে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। তৃতীয় দিনে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে প্রোটিয়ারা। হাশিম আমলা ৬৩ ও ডি কক ৫৪ রান করে অপরাজিত আছেন। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৫৮ রানে।