লিটন-ওয়ার্নারের ব্যাটে বদলে গেল সিলেট সিক্সার্স
আগের ম্যাচেই চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছিল সিলেট সিক্সার্স। ভাগ্য ভালো অল্পের জন্য লজ্জার রেকর্ড গড়েনি তারা। মাত্র ৬৮ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল নাসির-সাব্বিরের দল। চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই দলটিই কিনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবারের আসরে দলের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি গড়েছে তারা। মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৭ রান করে তারা।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওপেনার লিটন দাস ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরে চমৎকার দুটি ইনিংসের ওপর ভর করে সিলেট এই বিশাল সংগ্রহ গড়ে। লিটন ৪৩ বলে ৭০ রান করে সাজঘরে ফিরে গেলেও ওয়ার্নার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬১ রান করেন। দারুণ ইনিংসটি খেলতে অস্ট্রেলীয় এই ক্রিকেটার ৩৬ বল খরচ করেছেন, যাতে ছয়টি চার ও দুটি ছক্কার মার রয়েছে তাঁর এই ইনিংসে।
এছাড়া সাব্বির রহমান (২০) ও নিকোলাস পুরান (২৬) ছোট হলেও দুটি দারুণ ইনিংস খেলেন।
পেসার শফিউল ইসলাম চার ওভার বল করে তিন উইকেট নিয়েও খুব একটা বাধা হতে পারেননি প্রতিপক্ষের বড় সংগ্রহের পথে।
এবারের আসরে খুব একটা ভালো অবস্থানে নেই সিলেট। এর আগে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। আর হেরেছিল বাকি তিনটি ম্যাচে। মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। আর রংপুর পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।