অস্ট্রেলিয়া টেস্ট দলে নেই হ্যাজেলউড
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলীয় পেসার জোশ হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাই রিচার্ডসন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা রিচার্ডসন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন।
আগামী বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে। এই টেস্ট হবে দিবা-রাত্রির। পরে দ্বিতীয় ম্যাচটি হবে ক্যানবেরায়।
রিচার্ডসনকে দলে নেওয়া প্রসঙ্গে অসি জাতীয় দলের প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘মৌসুমের শুরু থেকেই সে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে তাঁর এই ফর্ম নিয়ে সবাই আশাবাদী। টেস্ট দলেও সে এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি। হ্যাজেলউডের বদলি হিসেবে এই মুহূর্তে রিচার্ডসনকেই সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
অস্ট্রেলিয়া দল : জো বার্নস, প্যাট কামিন্স, মার্কোস হ্যারিস, ট্রেভিস হেড, উসমান খাজা, মারনুস লাবুশাগনে, ন্যাথ্যান লিঁও, টিম পেইন (অধিনায়ক), উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক ও পিটার সিডল।