ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুব দল ঘোষণা

Looks like you've blocked notifications!

আর কদিন বাদে সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক যুব দল। আসন্ন এই সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন আকবর আলী। আর সহ-অধিনায়ক শামিম হোসেন।

টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। ২৭ জানুয়ারি  কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে। এর পর একই ভেন্যুতে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।

চার দিনের দুটি টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৭-১০ এবং ১৫-১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ যুব দল : আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সাইয়াম, দ রিসাদ হোসেন, রুহেল আহমেদ, শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজীম হাসান সাকিব।

স্ট্যান্ডবাই : সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, মুজাক্ষির হুসেন, আসাদুল্লাহ হিল গালিব ও ফজলে রাব্বি।