রিয়ালেই থাকতে চান মদ্রিচ
মৌসুমের শুরুতে ইন্টার মিলানের সঙ্গে লুকা মদ্রিচের যোগাযোগের গুঞ্জন শোনা গিয়েছিল। রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রোয়েশিয়ান এই তারকার চুক্তি শেষ হবে ২০২০ সালে। অবশ্য সেখানে সময়টা বেশ উপভোগ করছেন ৩৩ বছর বয়সী ব্যালন ডি’অর বিজয়ী তারক। এখন শোনা যাচ্ছে, বর্তমান চুক্তি শেষ হওয়ার পর আরো কিছুদিন রিয়াল মাদ্রিদে থাকতে চান তিনি।
সম্প্রতি এ ব্যাপারে মদ্রিচ বলেন, ‘আমার সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ এখনো আড়াই বছর বাকি আছে। যদিও এ বিষয়ে এখনই কোনো কিছু চিন্তা করছি না। তবে দীর্ঘ মেয়াদে এখানে থাকার ইচ্ছা সব সময়ই ছিল। প্রথম দিন যেমন খুশি ছিলাম, এখনও ঠিক তেমনই আছি।’
এদিকে সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এখনো সাত পয়েন্ট পিছিয়ে আছে গ্যালাকটিকোরা। এই প্রসঙ্গে মদ্রিচ বলেন, ‘এ মুহূর্তে আমাদের বার্সেলোনাকে ভাবা অথবা কয় পয়েন্ট পেয়েছি, তা নিয়ে চিন্তা করলে চলবে না। আমাদের প্রতি ম্যাচ ধরে এগিয়ে যেতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। মৌসুমের শেষে নিজেদের অবস্থান কী, সেটা দেখাটা জরুরি। অন্যদের দিকে তাকালে চলবে না।’