স্মিথের দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে ওয়ার্নারকেও
দুজনের ভাগ্য যেন একই সুতোয় বাঁধা পড়েছে বহুদিন ধরে। ‘বল টেম্পারিং’ কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুজনই এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। দুই ক্রিকেটারই এবারের বিপিএল দিয়ে ফিরেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। উভয়েই পেয়েছিলেন নিজ নিজ দলের অধিনায়কের দায়িত্ব। আশ্চর্যরকমভাবে একই ধরনের ইনজুরি দুজনকেই ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। বলছি অস্ট্রেলিয়া দলের দুই সতীর্থ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের কথা। কুমিল্লার হয়ে স্মিথ মাত্র দুই ম্যাচ খেলতে পারলেও সিলেটের হয়ে ওয়ার্নার সাতটি ম্যাচ খেলতে পেরেছেন, পার্থক্য শুধু এটুকুই।
তবে এসবের চেয়েও বড় বিস্ময়, স্মিথের মতো ওয়ার্নারকেও করতে হতে পারে অস্ত্রোপচার। অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার পর মঙ্গলবার পরীক্ষা করে দেখা হবে ইনজুরি আক্রান্ত ডানহাতের কনুই। স্মিথের মতো গুরুতর কিছু না হলেও সম্ভবত অস্ত্রোপচার করাতেই হবে ৩২ বছর বয়সী ওয়ার্নারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, ছোট একটা অস্ত্রোপচার করাতে হবে বাঁহাতি ব্যাটসম্যানকে।
এর ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ওয়ার্নারের আইপিএলে অংশগ্রহণ। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আইপিএলে খেলা দুরূহ হয়ে যেতে পারে তাঁর। অন্যদিকে, স্মিথের বিশ্বকাপ খেলাটাই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ঠিকঠাক সময়ে সুস্থ হয়ে উঠতে না পারলে বিশ্বকাপ-পরবর্তী অ্যাশেজ সিরিজটাও মিস হয়ে যেতে পারে তাঁর।
আর কত দিন একই দুর্ভাগ্যের চক্রে দুজন বাঁধা পড়ে থাকে, সেটাই দেখার বিষয়। তবে দুজনের ফিরে আসার বিলম্ব বাজে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার দল নিয়ে নির্বাচকদের কুঁচকে থাকা ভ্রু নিঃসন্দেহে আরো কুঞ্চিত করবে।