আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ

Looks like you've blocked notifications!

তাঁর কাটার আগের মতো ব্যাটসম্যানের কাছে আর দুর্বোধ্য নয়। ঘনঘন ইনজুরির কারণে মাঠের বাইরে গিয়েছেন, কিছুটা কমে গেছে গতি। তবে গত বছর বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ফিরে দারুণ পারফর্ম করেন মুস্তাফিজুর রহমান। বছরের বাকিটা সময় করে গেছেন ধারাবাহিক পারফরম্যান্স। মাঠে এমন পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন কাটার-মাস্টার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে অসাধারণ বল করে একাই জিতিয়েছিলেন দলকে। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ ফাইনালেও করেছিলেন চমকপ্রদ বোলিং। গত বছর ১৮ ম্যাচে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়ে ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছয়ে ছিলেন তিনি।

আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে মুস্তাফিজ সম্পর্কে লিখেছে, ‘বল সুইং করানোর ক্ষমতা ও স্লোয়ার মিলিয়ে দুর্দান্ত এক ওয়ানডে বোলার সে।’ একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা একাদশে নাম এসেছে তাঁর। সবচেয়ে বেশি চারজন করে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটারের নাম রয়েছে একাদশে।

বর্ষসেরা ওয়ানডে দল :  রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।