স্পেনে রোনালদোর জেল-জরিমানা
কর ফাঁকির মামলায় মাদ্রিদের আদালতে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রোনালদোর উপস্থিতিতেই মামলার শুনানি ও রায় হয়। রায় মেনে নিলেও স্প্যানিশ আইনের বিশেষ সুবিধার কারণে জেল খাটতে হবে না তাঁকে। স্পেনে ফৌজদারি অপরাধ ছাড়া অন্য মামলায় দুই বছর বা এর কম কারাদণ্ডের রায় হলে কাউকে জেল খাটতে হয় না।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালীন কর ফাঁকির অভিযোগে ২০১৭ সালে এই মামলা দায়ের করা হয়। মামলার রায়ে জেলে ঢুকতে না হলেও বড় অঙ্কের অর্থ জরিমানা ঠিকই গুনতে হবে রোনালদোকে। টাকার অঙ্কে প্রায় এক কোটি ৮৮ লাখ ইউরো। তবে রায়ের পর ‘সবকিছু ঠিকঠাক আছে’ জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এ সময় তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ পাশেই ছিলেন।
জানা গেছে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে গঠিত সেই অভিযোগে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিতে চেয়েছিলেন এই সুপারস্টার। পরে নিজের গাড়িতে করে আদালতে ঢোকার অনুমতি চাইলেও বিচারক নামঞ্জুর করায় ব্যর্থ হন। তবে আদালতের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে রায় ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
একই ধরনের অপরাধে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিরও ২১ মাসের কারাদণ্ড ও জরিমানা হয়েছিল।