পাকিস্তানকে হারিয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

Looks like you've blocked notifications!

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার ডারবানে এন্ডি ফেলুকওয়াইয়োর অলরাউন্ড নৈপুণ্য ও ভ্যান ডার ডুসেনের ব্যাটিং দৃঢ়তায় আট ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে মাত্র ২০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল সফরকারীরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান দল। একপর্যায়ে ১১২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু পেসার হাসান আলি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হলে বড় লজ্জা থেকে রক্ষা পায় তাঁর দল। অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে নবম উইকেট জুটিতে ৭৯ বলে ৯০ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে আউট হন তিনি। ইনিংসের ৪.১ ওভার বাকি থাকতে অধিনায়ক সরফরাজ ৪১ রানে আউট হলে ২০৩ রানে থামে তাদের ইনিংস।

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। শাহিন আফ্রিদির বোলিং তোপে একপর্যায়ে মাত্র ২৯ রানে হাশিম আমলা, রিজা হ্যানড্রিকস ও অধিনায়ক ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চদশ ওভারে লেগস্পিনার শাদাব খান পরপর দুই বলে দুই উইকেট তুলে নিলে বিপদ আরো বাড়ে প্রোটিয়াদের। তবে ষষ্ঠ উইকেটে ফেলুকওয়াইয়ো ও ভ্যান ডার ডুসেন অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। বোলিংয়ে ২২ রানে চার উইকেট শিকারের পর দলের বিপদের মুহূর্তে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন ফেলুকওয়াইয়ো। ভ্যান ডুসেন অপরাজিত ছিলেন ৮০ রান করে।