এবার সাকিবের ঝুলিতে একটি অর্জন
আন্তর্জাতিক টি-টোয়েন্টির বছরের সেরা বোলিংয়ে ঠাঁই করে নিয়েছে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ২০ রানে পাঁচ উইকেট। ইএসপিএন ক্রিকইনফো আজ বুধবার ২০১৮ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার নিয়ে যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্থান করে নিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের এই স্পেল। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভর করে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক বাংলাদেশ।
সেরা তালিকার দশ নম্বরে আছে সাকিবের এই পারফরম্যান্স। টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কোনো বোলারের পাঁচ উইকেট নেওয়ার এটা ছিল তৃতীয় ঘটনা। ম্যাচে বাঁহাতি এই বোলার যখন বোলিংয়ে আসেন, ততক্ষণে পাওয়ার প্লের প্রতি ওভারে প্রায় ১০ রান করে তুলে ৫৯ রান করে ফেলেছে উইন্ডিজ। তবে বোলিংয়ে এসেই নিকোলাস পুরানকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। এরপর ইনিংসের একাদশ ওভারে শিমরন হেটম্যায়ার ও ড্যারেন ব্রাভোর উইকেট দুটি নেন। ঠিক পরের ওভারে আবারও জোড়া আঘাতে ফ্যাবিয়ান অ্যালেনের পাশাপাশি তুলে নেন বিপজ্জনক কার্লোস ব্রাফেটের উইকেটটাও।
সাকিবের এমন নজরকাড়া বোলিংয়ের দিনে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৮ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সহজেই সে লক্ষ্য টপকে গিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ দল।