মেসির অনুপস্থিতির দিনে বার্সেলোনার হার
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ফেভারিট বার্সেলোনা। সুপারস্টার লিওনেল মেসি এদিন মাঠে নামেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মাটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে সেভিয়া। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের দুই গোলে কাতালানরা চলতি মৌসুমে চতুর্থ পরাজয় বরণ করতে বাধ্য হয়।
অবশ্য ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সাই। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যালকমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৫৮ মিনিটে লিড পেয়ে যায় সেভিয়া। পাবলো সারাবিয়া কোনাকুনি শটে বার্সার গোলরক্ষককে পরাভূত করেন। কিছুক্ষণ পরেই সমতা ফেরানোর সুযোগ পায় ভেলভার্দের শিষ্যরা। কিন্তু ফিলিপ কৌতিনহোর শট বার পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
ম্যাচের ৭৬ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন সেভিয়ার ফরাসি খেলোয়াড় বেন ইয়েদের। আর্জেন্টাইন এভার বানেগার দুর্দান্ত পাসে গোলমুখ থেকে অনায়াসেই বল জালে পাঠান এই ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।
আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই লেগ মিলিয়ে জয়ী দল খেলবে সেমিতে। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে লেভান্তের কাছে হেরেও দ্বিতীয় লেগে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল বার্সা। একই রকম কিছুর প্রত্যাশায়ই থাকবে তারা। অন্যদিকে প্রথম লেগ জিতে উপর্যুপরি দ্বিতীয় কোপা দেল রে ফাইনালের দিকে একধাপ এগিয়ে গেছে সেভিয়া। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল স্পেনের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই আসরে।