বার্বাডোজ টেস্টে প্রথম দিনে সমতায় ইংল্যান্ড-উইন্ডিজ
সফরের প্রথম টেস্টে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে সমতায় থেকে প্রথম দিন শেষ করল ইংল্যান্ড। বার্বাডোজে প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ । শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয় জো রুটের দল। তবে ইংলিশদের দুর্ভাবনা হয়ে ক্রিজে আছেন শেমরন হেটমায়ার। সাম্প্রতিককালের ক্যারিবিয়ানদের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যান খ্যাত এই বাঁহাতি ৫৬ রানে অপরাজিত আছেন।
কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার। ক্যারিবিয়ানদের হয়ে নতুন হেড কোচ রিচার্ড পাইবাসের এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। তবে তাঁকে পোড়াবে উইকেটে সেট হওয়ার পরও দলের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতা। ইংলিশদের হয়ে প্রথম আঘাত হানেন কোনো পেসার নন, অফস্পিনার মঈন আলি! ওপেনিং জুটির করা ৫৩ রানে আট বাউন্ডারিতে একাই ৪৪ রান করা তরুণ জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর ক্রেইগ ব্রাফেট ও শেই হোপ আস্থার সঙ্গে খেলে ৭৩ রানের জুটি গড়েন। কিন্তু বেন স্টোকস জোড়া আঘাতে ব্রাফেটের পর ড্যারেন ব্রাভোকেও দ্রুত ফিরিয়ে দেন। দলীয় ১৭৪ রানে ৫৭ রান করা হোপ আউট হন জেমস অ্যান্ডারসনের বলে।
এরপর রোস্টন চেজ ও হেটমায়ার মিলে ৬৬ রানের জুটি গড়ে ইংলিশদের হতাশা বাড়াতে থাকেন। কিন্তু ইংল্যান্ডের আশার আলো হয়ে এসে অ্যান্ডারসন তাঁর ভেল্কি দেখাতে শুরু করেন। মাত্র ২১ রানের ব্যবধানে ব্যক্তিগত ৫৪ রান করা চেজ, উইকেটরক্ষক ডওরিচ ও অধিনায়ক হোল্ডারকে প্যাভিলিয়নে ফেরান অভিজ্ঞ এই পেসার। দিনের খেলার শেষ ওভারে কেমার রোচের উইকেট তুলে নেন বেন স্টোকস।
সফরকারীদের হয়ে জেমস অ্যান্ডারসন চারটি, স্টোকস তিনটি ও মঈন আলি এক উইকেট নেন।