মিরাজের রাজশাহীর সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ

Looks like you've blocked notifications!

চলমান বিপিএলে সবচেয়ে খারাপ পারফর্ম করা দলগুলো একটি সিলেট সিক্সার্স। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নাসির-সাব্বিরের দলটি। আসরে নিজেদের নবম ম্যাচ খেলতে নেমে তারা গড়েছে একটা চ্যালেঞ্জিং সংগ্রহ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে গড়ে ১৮০ রান।

আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিলেটের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। ২৮ বলে ৪২ রান করেন তিনি। তরুণ আফিফ হোসেন ২৯ বলে ২৮ রান করে দলের প্রয়োজনে দারুণ দৃঢ়তা দেখান।

তবে শুরুতে বেশ ঝড় তুলেছিলেন ওপেনার লিটন দাস। মাত্র ১৩ বলে ২৪ রান করে দলকে বড় সংগ্রহের পথ দেখিয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এই ভালো সংগ্রহ গড়ে দল। শেষ দিকে পাকিস্তানি সোহেল তানভির একটা ঝড়ো ইনিংস খেলেন, করেন ১০ বলে ২৩ রান।

সিলেট এর আগে আট ম্যাচ খেলে দুটিতে জিতেছে এবং ছয় ম্যাচে হেরে ৪ পয়েন্ট ঝুলিতে পুরেছে। আর রাজশাহী আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। মিরাজের দলের শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে। তাই এই ম্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিটাগং ভাইকিংস। তাদের পরেই রয়েছে ঢাকা ডায়নামাইটস, তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।