বার্বাডোজে জেসন হোল্ডারের ইতিহাস গড়া দ্বিশতক
আট নম্বরে ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে গতকাল ডাবল সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজ টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। এর আগে দুই পাকিস্তানি ইমতিয়াজ আহমেদ ও ওয়াসিম আকরামই কেবল গড়েছেন এমন রেকর্ড। হোল্ডারের ২২৯ বলে করা ডাবল সেঞ্চুরি একই সাথে অনেক রেকর্ডের জন্ম দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের এটা দ্রুততম ডাবল সেঞ্চুরি। তা ছাড়া উইকেটরক্ষক ডাওরিচের সঙ্গে তাঁর ২৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিটা সপ্তম উইকেটে টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ।
টেস্ট ম্যাচকে বলা হয় ক্রিকেটের সত্যিকারের পরীক্ষা। ব্যাটসম্যানদের ছড়ি ঘোরানোর ইতি টেনে বোলাররা যেকোনো সময় পাল্টে দেন ম্যাচের রং। সেশন বাই সেশন লড়াইয়ে আবার ঘটে উল্টোটাও। বার্বাডোজে চলমান টেস্টের স্কোরবোর্ডের দিকে তাকালেই সেটা আন্দাজ করা যায়। ম্যাচের প্রথম দিন আট উইকেট পড়ার পর দ্বিতীয় দিন পড়েছিল ১৮টি। কিন্তু ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোয় তৃতীয় দিন সবাইকে অবাক করে একটি উইকেটও পড়েনি। দ্বিতীয় দিনশেষে ১২০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ আর উইকেট হারায়নি গতকাল।
তবে সবকিছু ছাপিয়ে গেছে জেসন হোল্ডারের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি ইনিংস। ২৩টি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল তাঁর ২২৯ বলের ইনিংসটি। অন্যদিকে ডাওরিচ ২২৪ বল খেলে অপরাজিত ছিলেন ১১৬ রানে। যেভাবে খেলছিলেন হয়তো চাইলেই টেস্টে সপ্তম উইকেটের জুটিতে রেকর্ড ৩৪৭ ছুঁতে পারতেন। তবে ডাবল সেঞ্চুরি পাওয়ার সাথে সাথেই ক্যারিবীয় অধিনায়ক ৪১৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় পাহাড়সম ৬২৮ রান।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের তোপে ৭৭ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। প্রায় অসম্ভব এক জয়ের টার্গেটে নেমে তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ৫৬ রান করেছে জো রুটের দল।