পগবার পরবর্তী গন্তব্য কোথায়?

ওল্ড ট্র্যাফোর্ডে হোসে মরিনহোর অধীনে শেষ কয়েকটি মাস পল পগবার সময়টা মোটেই ভালো কাটেনি। সে কারণেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে লা লিগার কোনো ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। এখন নতুন খবর হলো, ম্যানইউ ছাড়ার পর এই ফরাসি তারকা বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতিএমনই ইঙ্গিত দিয়েছেন তাঁর ভাই ফ্লোরেনটিন।
মরিনহোর অধীনে বেশিরভাগ ম্যাচেই পগবাকে বদলি হিসেবে খেলতে হয়েছে। গত ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ দায়িত্ব নেওয়ার পর আবার পগবা মূল একাদশে ফিরেছেন। নতুন বসের অধীনে দারুণ ফর্মে রয়েছেন রয়েছেন গত বিশ্বকাপের অন্যতম সেরা এই তারকা। তাঁর দলও ভালো করছে, ইউনাইটেড এখন সাত ম্যাচ টানা অপরাজিত রয়েছে।
এ ব্যাপারে ফ্লোরেনটিন বলেন, ‘ভবিষ্যতে স্পেনেই পাড়ি জমাতে পারেন পগবা। সে সবসময়ই বার্সার খেলার কৌশল পছন্দ করে। অবশ্য জুভেন্টাসে থাকাকালীন সে বার্সেলোনায় যেতে পারত। কিন্তু সে ইউনাইটেডে ফিরতে বদ্ধপরিকর ছিল। প্রথম মেয়াদে সে এখানে ভালো করতে পারেনি। জিনেদিন জিদান থাকার সময় মাদ্রিদেও তার যাওয়ার সম্ভাবনা ছিল। তবে সে ইংল্যান্ডকেই বেছে নেয়।’
এদিকে শেষ ছয়টি প্রিমিয়ার লিগের ম্যাচে পগবা পাঁচ গোল করা ছাড়াও চারটিতে এসিস্ট করেছেন।