সেরার লড়াইয়ে এগিয়ে মেসি
ইউরোপিয়ান শীর্ষ লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা পান ‘গোল্ডেন শু’ পুরস্কার। গতবার বার্সেলোনার হয়ে ৩৪ গোল করে পুরস্কারটা বগলদাবা করেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। পঞ্চমবারের মতো পুরস্কারটা জিতেই ক্রিস্টিয়ানো রোনালদোর চারবার জেতার রেকর্ড পেছনে ফেলেছিলেন তিনি। এ মৌসুমের ইউরোপিয়ান লিগগুলো মাঝপথে চলে এসেছে। এবারও সবার আগে দৌড়াচ্ছেন তিনি। আসুন দেখে নিই, কে কে আছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার লড়াইয়ে।
লিওনেল মেসি : গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, এবার ঠিক সেখান থেকেই যেন শুরু করেছেন মেসি। বার্সেলোনার হয়ে এরই মধ্যে ১৮ গোল করে ফেলেছেন এবার। সব মিলিয়ে মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন তিনি।
কিলিয়ান এমবাপ্পে : দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩৪ ম্যাচে ১৭ গোল করেছেন প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার। গত অক্টোবরে লিঁওর বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জেতা ম্যাচে মাত্র ১৩ মিনিট সময়ে একাই করেছিলেন চার গোল। কিছুদিন আগে গ্যাঁগার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।
মোহাম্মদ সালাহ : গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ‘গোল্ডেন বুট’ জেতা মোহাম্মদ সালাহ আছেন তালিকার তিনে। এ মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১৬ গোল করেছেন লিভারপুলের হয়ে। ডিসেম্বরে বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এই মিসরীয় তারকা।
ফ্যাবিও ক্যাগলিরেয়া : ‘সিরি এ’তে সাম্পদোরিয়ার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন অভিজ্ঞ এই ইতালিয়ান। এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১৬ গোল করে মোহাম্মদ সালাহকে ধরে ফেলেছেন ফ্যাবিও ক্যাগলিরেয়া। উদিনেসের বিপক্ষে ম্যাচে গোল করে ছুঁয়েছেন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার ‘সিরি এ’তে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড।
লুইস সুয়ারেজ : বার্সেলোনার হয়ে এ মৌসুমে ফর্মের ওঠানামার মধ্যে আছেন লুইস সুয়ারেজ। কিন্তু ৩০ ম্যাচ খেলে ঠিকই ১৫ গোল করে ফেলেছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। ‘গোল্ডেন শু’ জেতার লড়াই থেকে তাই খুব একটা পিছিয়ে নেই তিনিও।
এঁদের ছাড়াও ১৫ গোল করা লিঁলের নিকোলাস পেপে, ১৪ গোল করে জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো, টটেনহামের হ্যারি কেন, পিএসজির এডিনসন কাভানি ও আটলান্টার দুভান জাপাতা আছেন সেরা দশে। ১৩ গোল করে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আছেন তালিকার ১২ নম্বরে।