দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/28/photo-1548671488.jpg)
তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০-তে এগিয়ে গেছে সফরকারীরা। ভারতের ম্যাচ জয়ের নায়ক পেসার মোহাম্মদ শামি।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া কিউইদের দুই ওপেনার টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হন। মাত্র ২৬ রানে মার্টিন গাপটিল ও কলিন মুনরো উভয়েই প্যাভিলিয়নে ফেরেন। তবে বড় ধাক্কাটা লাগে দলীয় ৫৯ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হয়ে গেলে। এরপর রস টেইলর ও টম ল্যাথাম মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। দুজনের ১১৮ রানের জুটিতে ভদ্রস্থ হয় স্বাগতিকদের স্কোরবোর্ড। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ল্যাথাম (৫১) আউট হয়ে যান। আর সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া টেইলর (৯৩) অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান পায়নি। ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। মোহাম্মদ শামি ৪১ রানে নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।
জবাবে আস্থার সঙ্গে খেলে সাত ওভার বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ওপেনার রোহিত শর্মা সর্বোচ্চ ৬২ ও অধিনায়ক বিরাট কোহলি ৬০ রানে আউট হন। ১৬৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি আউট হওয়ার পর আম্বাতি রাইডু (৪০) ও দীনেশ কার্তিক (৩৮) অবশিষ্ট কাজটুকু সারেন।
উল্লেখ্য, টিভি শোতে অশালীন মন্তব্যের জেরে সাসপেনশনে থাকা হার্দিক পান্ডিয়া এই ম্যাচ দিয়েই ফিরে আসেন ভারতীয় একাদশে।