পরাজয়ে ম্লান ম্যানসিটির শুরুর আনন্দ

Looks like you've blocked notifications!

ম্যাচ শুরু হওয়ার মাত্র ২৪ সেকেন্ডে গোল পায় ম্যানসিটি। আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর লক্ষ্যভেদে নিউক্যাসলের বিপক্ষে খেলা শুরুর বাঁশি বাজার প্রায় সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় সিটি। কিন্তু ম্যাচের শুরুতে তাদের সেই হাসি শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয়ে ম্লান হয়ে গেছে। প্রায় ১৩ বছর পর নিউক্যাসেলের বিপক্ষে গতকাল রাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।

নিউক্যাসলের মাঠে এদিন গার্দিওলার অধীনে শততম ম্যাচ খেলতে নামে সিটি। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত মনে হয়েছে, কোচকে জয়ের আনন্দে অভিনন্দিত করবে দলের খেলোয়াড়রা। কিন্তু ৬৬ মিনিটে রডসন সমতা ফেরালে নড়েচড়ে বসে সবাই। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ঘটে চূড়ান্ত সর্বনাশ। পেনাল্টি থেকে  রিচাই গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নিউক্যাসল। বাদবাকি সময়ে বল আর কোনো অর্ধের জালের দেখা না পেলে এবারের লিগে তৃতীয় পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।    

এই পরাজয়ে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে সবার ওপরে।