ওয়ানডে সিরিজও জিতল দক্ষিণ আফ্রিকা

Looks like you've blocked notifications!

টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটাও জিতে নিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে সফরকারীদের সাত উইকেটে পরাজিত করে প্রোটিয়ারা। ২৪১ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটিংনৈপুণ্যে অনায়াসে জয় পায় স্বাগতিকরা। ফলে ৩-২ ব্যবধানে সিরিজটাও জেতা হয় তাদের।   

আগের চার ম্যাচে দুই দল সমান দুটি করে ম্যাচ জেতায় পঞ্চম ম্যাচে গড়ায় সিরিজের ভাগ্য। কেপটাউনে এদিন টস জিতে বোলিং নেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮ রানে সিরিজে পাকিস্তানের নায়ক ইমাম-উল হককে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের শুভসূচনা এনে দেন ডেল স্টেইন। এর পর পাকিস্তানি মিডল অর্ডারের সবাই ক্রিজে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসায় নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানের মাঝারি স্কোর পায় শোয়েব মালিকের দল। ওপেনার ফখর জামান সর্বোচ্চ ৭০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন কুইন্টন ডি কক। দলীয় ৩৯ রানে হাশিম আমলা ফিরে গেলেও থামেনি ডি ককের ব্যাট। ম্যাচজয়ী ইনিংস খেলে মাত্র ৫৮ বলে ১১ চার ও তিন ছক্কায় ৮৩ রান করে উসমান শেনওয়ারির বলে আউট হন তিনি। এরপর অবিচ্ছিন্ন জুটিতে অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রাসি ভ্যান ডার সার দুটো অর্ধশত রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৭ উইকেট হাতে রেখে ১০ ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় খেলা।

দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডি কক। আর পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে সিরিজসেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক।