অনন্য জয়ে কোপা দেল রের সেমিতে বার্সা
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলের পরাজয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে কাতালানরা জবাবটা যে এভাবে দেবে, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি সেভিয়া। দ্বিতীয় লেগে ৬-১ গোলে তাদের উড়িয়ে দিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠে গেছে ভ্যালভার্দের শিষ্যরা। বুধবার রাতে ন্যু ক্যাম্পে চোখজুড়ানো ফুটবল খেলে একতরফা জয় তুলে নেয় তারা।
ম্যাচের ১৩ মিনিটেই সেভিয়ার গোলমুখ খোলে বার্সা। প্রথম লেগে না খেলা লিওনেল মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে ফিলিপ কৌতিনিয়ো গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ৩১ মিনিটে রাকিটিচ গোল করে সেটা ২-০ করেন। প্রথমার্ধে উল্লেখ করার মতো ঘটনা ঘটে আর একটি। জেরার্ড পিকের ফাউলে পেনাল্টি পায় সেভিয়া। কিন্তু পেনাল্টি থেকেও গোল পেতে ব্যর্থ হয় তারা। আর্জেন্টাইন এভার বানেগার শট আটকে দেন বার্সা গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে রীতিমতো ছেলেখেলা করে কাতালানরা। ম্যাচের ৫৩ মিনিটে কৌতিনিয়ো দুর্দান্ত হেডে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। ঠিক এক মিনিট পর সার্জিও রবার্তো গোল করে স্কোরলাইনটা ৪-০ করেন। ম্যাচের ৮৯ মিনিটে লুইস সুয়ারেজ ও অতিরিক্ত সময়ে মেসি আরো দুই গোল করেন। মাঝখানে ৬৭ মিনিটে সেভিয়ার অ্যারেনা গোল করলে ব্যবধানটা ৬-১ হয়। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের জয় নিয়ে সেমি নিশ্চিত হয় বার্সেলোনার।