ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের যুবাদের
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।
আজ বৃহস্পতিবার কক্সবাজারে ইংলিশরা ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৬ তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের এ দিন দারুণ শুরু এনে দেন বেন চার্লসওয়ার্থ ও উইল স্মিড। ১৮ ওভারে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা। তবে দুজন আউট হন পরপর দুই ওভারে। প্রথমে ৩৯ রান করা চার্লসওয়ার্থের বিদায়ে জুটি ভাঙে আশরাফুল ইসলামের বলে। পরের ওভারেই ৪৩ রান করা স্মিডকে বোল্ড করে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন জেমি স্মিথ ও লুইস গোল্ডসওয়ার্থি। এই দুজনের ব্যাটে ৪০ ওভারও পেরিয়ে যায় ইংল্যান্ডের। দুজনকেই ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী। দুটি করে চার ও ছক্কায় ভর করে ৪৮ রান করেন স্মিথ। আগের ম্যাচে ৬১ রান করা গোল্ডসওয়ার্থি এবার ছয়টি চার ও দুটি ছক্কায় করেন ৭৩ রান। মৃত্যুঞ্জয় পরে আরো দুটি উইকেট নিয়ে ইংলিশদের রানের গতিতে রাশ টানেন। শেষ দিকে পাঁচটি বাউন্ডারিতে জর্জ বল্ডারসনের ১৪ বলে ২৯ রানের ইনিংসে ইংলিশরা আড়াইশ পেরোয়।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় আরো সুন্দর। দারুণ ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ। আরেকপাশে সঙ্গ দেন প্রান্তিক নওরোজ। ১২ ওভারেই এই জুটি তোলে ৮৮ রান। তানজিদ পঞ্চাশের মাইলফলক স্পর্শ করেন ৩২ বলে। প্রান্তিক ফেরেন ৪২ বলে ৩১ রান করে।
এমন শুরুর পরও কিছুটা পথচ্যুত হয়েছিল বাংলাদেশের ইনিংস। ১২টি চার ও একটি ছক্কায় ৪৬ বলে ৭০ রান করে আউট হন তানজিদ। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ও মিডল অর্ডারের বড় ভরসা শামীম হোসেনও দ্রুত সাজঘরে ফেরেন। ছয় রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় চার উইকেটে ১২২।
সেখান থেকে পঞ্চম উইকেটে দুর্দান্ত জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে যান মাহমুদুল হাসান ও আকবর আলী। তানজিদের ঝড়ো শুরুর সৌজন্যে রান রেটের চাপ কমে যায়। এই দুজন ঠাণ্ডা মাথায় এগিয়ে নেন দলকে। গড়েন ১০৬ রানের জুটি।
অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আউট হয়ে যান ৭৫ বলে ৫৭ রান করে। তবে দল ততক্ষণে পৌঁছে গেছে জয়ের দ্বারপ্রান্তে। ৯২ বলে অপরাজিত ৫৮ রান করে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন মাহমুদুল।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ২৫৬/৭ (চার্লসওয়ার্থ ৩৯, স্মিড ৪৩, স্মিথ ৪৮, গোল্ডসওয়ার্থি ৭৩, হিল ১২, কক্স ০, মোজিল ১, বল্ডারসিন ২৯*, অলড্রিজ ৪*; সাকিব ১/৫১, মৃত্যুঞ্জয় ৪/৫০, রাকিবুল ০/৪৫, শামিম ০/৩১, আশরাফুল ১/৪১, রিশাদ ১/৩১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৪৭.৫ ওভারে ২৫৮/৫ (তানজিদ ৭০, প্রান্তিক ৩১, পারভেজ ১১, মাহমুদুল ৫৮*, শামীম ০, আকবর ৫৭, মৃত্যুঞ্জয় ১২*; কাদির ৩/৪৮, হিল ১/৪০, বল্ডারসন ১/৪৯)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাঁচ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০ তে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ : তানজিদ হোসেন