কুমিল্লাকে উড়িয়ে দিল মাশরাফির রংপুর

লক্ষ্য মাত্র ৭৩ রান। এর জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সের। মাশরাফি বিন মুর্তজার দল হেসে-খেলেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। গতবারের চ্যাম্পিয়নরা ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে।
এই দারুণ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে রংপুর। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান সংগ্রহ নিয়ে রানরেটে পিছিয়ে থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা। অবশ্য দুই দলই শেষ চারে খেলা নিশ্চিত করেছে আগেই।
আসরে এর আগে দুই দলের প্রথম দেখায়ও নয় উইকেটের বড় ব্যবধানে জিতেছিল রংপুর। সে ম্যাচে কুমিল্লা মাত্র ৬৩ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল। চলমান আসরে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন সংগ্রহ। এদিনও প্রায় একই রকম অবস্থা হয়েছে, প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে ইনিংস গুটিয়ে নেয় তামিম ইকবালের দল।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কুমিল্লার বাজে শুরুটাই ইঙ্গিত দিয়েছিল তাদের ব্যাটিং ব্যর্থতার কথা। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তামিম (০) সাজঘরে ফিরেন।
এই ধারাবিহকতা ছিল পুরো ইনিংসেই। একজন ব্যাটসম্যানও পারেননি কিছুটা প্রতিরোধ গড়তে। একপর্যায়ে তো মনে হয়েছিল লজ্জার রেকর্ড গড়ে ফেলবে কি না তারা। শেষ পর্যন্ত তেমন কিছু না হলেও কম লজ্জা পেতে হয়নি তাদের, শত রান হওয়ার আগেই দলের ইনিংস গুটিয়ে যায়।
রবি বোপারা, মাশরাফি বিন মুর্তজা ও নাহিদুল ইসলামের বোলিং তোপেই এই বেহাল দশা হয়েছে তাদের। বোপারা মাত্র সাত রানে তিন উইকেট পান। আর দুটি করে উইকেট নেন মাশরাফি ও নাহিদুল।
অবশ্য বিপিএলে সর্বনিম্ন স্কোর খুলনা টাইটানসের। ২০১৬ সালের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল তারা।