অ্যাগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকে আর্সেনালকে হারাল ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে সার্জিও অ্যাগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে গানারদের। এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার পথে বড় এক বাধা অতিক্রম করল পেপ গার্দিওলার দল।
ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথেই গোল পেয়ে যায় ম্যান সিটি। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ২৪ সেকেন্ডে গোল পাওয়া অ্যাগুয়েরো এদিন ৪৬ সেকেন্ডের সময় স্কোর করেন। তাঁর দুরন্ত হেডে শুরুতেই জালের দেখা পেয়ে যায় সিটিজেনরা। তবে ম্যাচের ১১ মিনিটে সমতা ফেরে আর্সেনাল। ম্যান সিটির ডি-বক্সে অরক্ষিত থাকা লঁরা কোসিয়েলনি আলতো টোকায় গোল করে স্কোরলাইন ১-১ করেন।
প্রথমার্ধেই আবার গোল পায় ম্যানচেস্টার সিটি। রহিম স্টার্লিংয়ের ক্রস থেকে দারুণ টাচে গোল করে অ্যাগুয়েরো পুনরায় এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। ফলও পেয়ে যায় হাতেনাতে। ৬১ মিনিটে স্টার্লিংয়ের শট আর্সেনাল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল চলে আসে অ্যাগুয়েরোর কাছে। স্লাইডিং শট নিতে চাইলেও বল হাতের নিচের দিকে লেগে গোল হলে হ্যাটট্রিক পূর্ণ হয় তাঁর। পাশাপাশি ৩-১ ব্যবধানে জয়টাও নিশ্চিত হয় ম্যান সিটির।
ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের সংখ্যায় অ্যাগুয়েরোর সামনে এখন কেবল ইংলিশ কিংবদন্তি অ্যালেন শিয়েরার। গতকাল ম্যানসিটির হয়ে লিগে ব্যক্তিগত দশম হ্যাটট্রিক করা এই আর্জেন্টাইন তারকার সামনে আছেন ১১ হ্যাটট্রিক করা শিয়েরার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে মোট ১৪টি হ্যাটট্রিক করেছেন অ্যাগুয়েরো।