মেসি সত্যি ফিরছেন আর্জেন্টিনা দলে?

আবারও আর্জেন্টিনা দলে ফিরে আসছেন লিওনেল মেসি—এমন খবর বেশ রটে গিয়েছিল কিছুদিন আগে। বলা হচ্ছিল, আসন্ন কোপা আমেরিকা শুরুর আগেই মেসিকে দেখতে পাওয়া যাবে আকাশি-সাদা জার্সিতে। তবে এমন গুঞ্জনের মধ্যে কিছুটা হতাশার কথা শোনালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। মেসির দলে ফেরা এখনো অনিশ্চিত এবং বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে নাকি কথা বলাই বন্ধ রয়েছে, এমনটাই জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ।
রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন মেসি। তবে কোপা আমেরিকা সামনে রেখে মার্চে দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে অবসর ভেঙে তাঁর দলে ফেরার কথাটা চাউর হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে কোচ স্ক্যালোনি জানিয়েছেন, ‘লিওর সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার কথা হয় না। মার্চের ম্যাচগুলোর আগেই সুবিধাজনক সময়ে ওর সঙ্গে কথা বলব।’
এদিকে ৩১ বছর বয়সী মেসি স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন। বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। এমন অবস্থায় আর্জেন্টিনা দলে ফেরার সিদ্ধান্তটা তাই মেসির ওপরই ছেড়ে দিতে চান স্ক্যালোনি। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি চাই সে ফিরে আসুক। কিন্তু সবচেয়ে আগে তাঁর নিজের স্বস্তির ব্যাপারটা। আমরা সবাই চাই সে খুশি থাকুক।’
আগামী ১৪ জুন থেকে ব্রাজিলে শুরু হবে লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী আসর কোপা আমেরিকা। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মার্চে ভেনেজুয়েলা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টে সাফল্যের জন্য সবচেয়ে বড় রসদ হিসেবে মেসিকে ফেরানোর জন্য তোড়জোড় চালাচ্ছে আলবিসেলেস্তেরা।