মাত্র ১০ রানে অলআউট!

Looks like you've blocked notifications!
দুই ওভারে এক রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া রোক্সানে ফন-ভিন। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেট এখন দিন গুনছে কবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ এবং ওয়ানডেতে ৫০০ রান হবে। ঠিক এই সময় যদি কোনো দল মাত্র ১০ রানে অলআউট হয়ে যায় তাহেলে কেমন হবে! অবিশ্বাস্য হলেও সত্যি,  অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে মাত্র ১০ রানে একটি দল অলআউট হয়েছে।

আজ বুধবার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে পশ্চিম অস্ট্রেলিয়া ১০ রানে অলআউট হয়ে গেছে। অবশ্য এই স্কোরের মধ্যে সর্বোচ্চ ছয় রান এসেছে অতিরিক্ত থেকে।

ওপেনার ফেবি মানসেলের ব্যাট থেকে এসেছে বাকি চার রান। এ ছাড়া ১০ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছেন।

অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যানের জন্ম দিয়ে রোক্সানে ফন-ভিন দুই ওভারে এক রানে নিয়েছেন ৫ উইকেট। নাওমি উডস মাত্র দুই বল করে দুটিতেই উইকেট তুলে নিয়েছেন।

ইনিংসটির স্থায়িত্ব ছিল মাত্র ৬২ বলের। নিউ সাউথ ওয়েলস টি-টোয়েন্টি ম্যাচটিতে জয় তুলে নিতে খেলেছে মাত্র ১৫ বল।