‘বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান’

Looks like you've blocked notifications!

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। প্রতিবারই জিতেছে ভারত। তবে এবারের বিশ্বকাপে অন্যরকম কিছু হতে পারে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এবার হারাতে পারে পাকিস্তান। সেই সামর্থ্য সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তান দলের রয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মঈন খান।

ইংল্যান্ডের মাটিতে বরাবরই পাকিস্তান ভালো খেলে আসছে। তাই মঈন খানের বিশ্বাস, বর্তমান পাকিস্তান দলটি আগামী জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভালো করবে। তাঁর বিশ্বাস, বর্তমান বোলিং আক্রমণ এখানকার কন্ডিশন কাজে লাগাতে পারবে।

১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ১৮০ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।

এ ব্যাপারে মঈন খান বলেন, ‘মেধা দিয়ে দলের সঙ্গে সরফরাজ নিবিড়ভাবে মানিয়ে নিয়েছে। যে কারণে বর্তমান দলটি বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পাওয়ার রেকর্ড গড়তে পারে।’

এর ব্যাখ্যায় সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি এটা বলছি কারণ, দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ছেলেরা ভারতকে হারিয়েছে এবং আমি বিশ্বাস করি, জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভালো করার মতো বোলার আমাদের দলে আছে।’

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে দলের তিন সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তকেও সমর্থন করেন মঈন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বর্ণবাদী মন্তব্যের দায়ে চার ওয়ানডে নিষিদ্ধ হলেও বিশ্বকাপে সরফরাজকে অধিনায়ক নিয়োগে পিসিবির সিদ্ধান্তকেও সমর্থন করেন তিনি।