বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

ইংল্যান্ডের যুব দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ জিততে বাংলাদেশ যুব দলের চাই ২৯৯ রান। তাদের হাতে আছে ৯ উইকেট। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৩৩ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে এক উইকেটে ৩৪ রান করেছিল স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাবে দিন শেষে ৬ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ।
মাহমুদুল হাসান জয় ৬২ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ২১৬ বলে ৭৪ রানে আউট হন মাহমুদুল। এ ছাড়া শাহাদাত হোসেন ৫৬ রান করেন। বাংলাদেশ গুটিয়ে যায় ২২৮ রানে।
বাংলাদেশ ২২৮ রানে গুটিয়ে যায়, প্রথম ইনিংস থেকে ১০৯ রানের লিড পায় ইংল্যান্ড। এই লিডকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা। জেমি স্মিথের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে তারা। ওয়ানডে স্টাইলে ব্যাট করা স্মিথ ১০৬ বলে ১০৪ রান করেন। তাঁর ইনিংসে নয়টি চার ও চারটি ছক্কা ছিল। এই ইনিংসে বাংলাদেশের মিনহাজুর রহমান ৭৪ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ৩৩৩ রানের টার্গেটে ১ উইকেটে ৩৪ রান করেছে বাংলাদেশ। অমিত হাসান ৬ রানে থামলেও ২৮ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান।