বাংলাদেশের সামনে রানের পাহাড়
টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। তাঁর এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, সেটা প্রমাণ হয়েছে প্রথম ইনিংস শেষেই। স্বাগতিক নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে। নির্ধারিত ওভারে তারা করে ৩৩০ রানের বিশাল সংগ্রহ।
টেলরের রেকর্ডের এই ম্যাচে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন হেনরি নিকোলস ও টম ল্যাথাম। দুজনই দারুণ দুটি হাফসেঞ্চুরি করেন। আর শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ও জিমি নিশাম ঝড় তোলেন।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বল হাতে শুরুতে দলকে সাফল্য এনে দেন কলিন মুনরোকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গাপটিলও বেশিদূর যেতে পারেননি (২৯)। তবে তৃতীয় উইকেটে নিকোলস ও টেলর ৯২ রানের চমৎকার জুটি গড়েন। নিকোলস মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরার আগে ৭৪ বলে ৬৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
এর পর টেলর ৮২ বলে করেন ৬৯ রান ও ল্যাথাম ৫১ বলে করেন ৫৯ রান। নিশাম শেষে দিকে ২৪ বলে করেন ৩৭ রান, গ্র্যান্ডহোম ১৫ বলে অপরাজিত ছিলেন ৩৭ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩৩০/৬ (গাপটিল ২৯, নিকোলস ৬৪, টেলর ৬৯, ল্যাথাম ৫৯, নিশাম ৩৭, ডি গ্র্যান্ডহোম ৩৭*; মাশরাফি ৫১/১, মুস্তাফিজ ৯৩/২, রুবেল ৬৪/১, সাইফ ৪৮/১, মিরাজ ৪৩/১)।