মাশরাফির মতে বেসিক ক্রিকেটটাই খেলতে পারেনি বাংলাদেশ

Looks like you've blocked notifications!

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটও্য়াশ হয়েছে বাংলাদেশ। টানা তিন ম্যাচেই স্বাগতিকদের কাছে বাজেভাবে হেরেছে টাইগাররা। অধিনায়ক মাশরাফির মতে, সিরিজে বেসিক ক্রিকেটটাই ঠিকঠাক খেলতে পারেনি বাংলাদেশ। ডানেডিনে ওয়ানডে সিরিজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ অধিনায়ক দলের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগ নিয়েই নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। পাশাপাশি আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপে ভালো কিছু করতে হলে দলের করণীয়গুলো তুলে ধরেছেন।   

মাশরাফির মতে, ব্যাটিংটাই নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ভুগিয়েছে দলকে। গত বছরের এশিয়া কাপ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এশিয়া কাপ আর ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমরা শুরুতেই দুই-তিন উইকেট হারিয়েছি। আগে থেকেই জানতাম নিউজিল্যান্ডের উইকেটে কিছুটা বাড়তি সুইং আর বাউন্স হবে, যেমনটা দেশে দেখি না। কিন্তু আমরা হয়তো এখানে অনেক ভিন্ন কিছু করতে গেছি। আমাদের বেসিক ঠিক থাকা প্রয়োজন ছিল। কিন্তু মনে হয় না আমরা সেটা করতে পেরেছি।’

দলের বোলিং আর ফিল্ডিংও প্রত্যাশামাফিক হয়নি জানিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমরা ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে উইকেট নিতে পারিনি। ঐ সময় ওদের পার্টনারশিপ গড়তে দেওয়া উচিত হয়নি। আর কিছু মিস ফিল্ডিংয়ের কারণে মানসিকভাবে পিছিয়ে গেছি। ব্যাটিং আর বোলিংয়ে সাধারণত অনেক অনুশীলনের পর দক্ষতা বাড়ে। কিন্তু ফিল্ডিংয়ে একটু বাড়তি চেষ্টা থাকলেই উন্নতিটা দৃশ্যমান হয়। আশা করি আগামীতে আমরা এসব দিকে খেয়াল রাখব।’  

হতাশার মাঝেও সফরের ইতিবাচক অধ্যায়গুলো নিয়ে আশাবাদী হতে চান মাশরাফি। ভবিষ্যতের দিকে নজর রেখে বলেছেন, ‘নেগেটিভ অনেক কিছু আছে, তবে এরমধ্যেও ইতিবাচক চিন্তাটাই করতে হবে। সাব্বির দ্বিতীয় ম্যাচে চল্লিশোর্ধ্ব রান আর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছে। সাইফুদ্দিন বেশ ভালো ব্যাট করেছে। হয়তো প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি, কিন্তু আমি শেষ পর্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়েই থাকতে চাই।’  

বিশ্বকাপের আর মাস তিনেক বাকি আছে। দুই মাস পর প্রস্তুতিমূলক সফরে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে উইকেট ও কন্ডিশন অনেকটা নিউজিল্যান্ডের মতোই। অধিনায়ক মাশরাফি তাই আগে থেকেই সবাইকে সতর্ক করেছেন । ভালো কিছু করতে হলে সেখানে ব্যাটিং বিভাগকে বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আয়ারল্যান্ডের উইকেটে ঘাস থাকবে। কন্ডিশনটাও নিউজিল্যান্ডের কাছাকাছি। ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের ভিন্ন উপায় ও আলাদা পরিকল্পনা থাকতে হবে। ব্যাটসম্যানরা শুরুর ১০ ওভার দায়িত্ব নিয়ে খেললে পরের দিকে ব্যাট করা অনেকটাই সহজ হয়ে যাবে।’