আবার হকির ক্যাম্প শুরু করার উদ্যোগ
এসএ গেমসকে সামনে রেখে অন্য দলগুলো যখন বেশ কিছুদিন আগেই ক্যাম্প শুরু করে দিয়েছে, তখন হকি দলের ক্যাম্প বন্ধ। দলবদলের দাবিতে বেশ কয়েকজন খেলোয়াড় ক্যাম্প বর্জন করায় মূলত হকি ফেডারেশন শুরুর পরও ক্যাম্প স্থগিত করে দিয়েছে। তাই দ্রুত ক্যাম্প শুরু করার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) চাপ প্রয়োগ করতে শুরু করে হকির ওপর। রোববার ফেডারেশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, ১৫ অক্টোবর থেকে জাতীয় হকি দলের এসএ গেমসের ক্যাম্প শুরু হবে।
আগামী জানুয়ারিতে ভারতে হচ্ছে পরবর্তী এসএ গেমস। কিন্তু হকির প্রস্তুতি এখনো শুরু হয়নি। ফেডারেশন ক্যাম্প শুরুর নতুন তারিখ ঠিক করলেও খেলোয়াড়রা যোগ দেবে কি না তা এখনো অনিশ্চতার মধ্যে রয়েছে।
তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিও নিশ্চিত করে বলেননি তাঁরা ক্যাম্পে যোগ দেবেন কি না, ‘আমরা ক্যাম্পে যোগ দেওয়ার বিপক্ষে নই। তবে আমরা এখনো চাই ফেডারেশন দলবদলের তারিখ ঘোষণা করুক। অবশ্য ফেডারেশনের নতুন ঘোষিত তারিখে ক্যাম্পে যোগ দেব কি না আমার এখনো সিদ্ধান্ত নেইনি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘আমরা আশা করছি সব খেলোয়াড়ই ক্যাম্পে যোগ দেবে। তবে আপাতত দলবদলের তারিখ ঘোষণা করা সম্ভব নয়। তাই যারাই আসবে তাদের নিয়ে ক্যাম্প শুরু হবে।’