ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কা। তারা আট উইকেটে হারিয়েছে স্বাগতিকদের। পোর্ট এলিজাবেথে এই টেস্টে তৃতীয় দিনেই জয় তুলে নিয়ে দুই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে লঙ্কানরা।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ৬০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা দল। আজ শনিবার তৃতীয় দিনে বাকি ১৩৭ রান তুলছে তারা ৩০ ওভারেই।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে টেস্ট সিরিজ জিতেছে শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যে বিরাট কোহলির ভারতের মতো দল প্রোটিয়াদের মাটিতে গত বছর টেস্ট সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। অথচ ভাঙা-গড়ার মধ্যে দিয়ে চলা শ্রীলঙ্কা এশিয়ার প্রথম দল হিসেবে এই সাফল্য পেয়েছে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ২০০৬ সালে। অস্ট্রেলিয়ার কাছে সেবার এই লজ্জা পেয়েছিল তারা। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মতো দলের কাছে এই বাজে হারের লজ্জা পেয়েছে তারা। উপমহাদেশের সবচেয়ে দুর্বল দল হিসেবে তারা এই দারুণ সাফল্য ঘরে তোলে!
ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়ে যায়। পরে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ১৫৪ রান। ৬৮ রানে পিছিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানেই অলআউট হয়ে যায়। তাই জয়ের শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। ফার্নান্দো-মেন্ডিসের ১৬৩ রানের জুটিতে শ্রীলঙ্কার জয়টা সহজ হয়ে যায়। মেন্ডিস ৮৪ রান করেন ১১০ বলে এবং ফার্নান্দো ৭৫ রান করেন ১০৬ বল খরচায়।