প্রথম ম্যাচে লড়াই করে হার রূপগঞ্জের

Looks like you've blocked notifications!

ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সূচনা ম্যাচে হেরে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ সোমবার ফতুল্লার খানসাহেব ওসমান স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে তারা পাঁচ উইকেটে হেরে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে।

বৃষ্টির কারণে খেলা ১৩ ওভারে নামিয়ে আনা হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ গড়ে ১১৫ রান। শাহরিয়ার নাফীসের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে তারা এই সংগ্রহ গড়ে। জাতীয় দলের সাবেক এই ওপেনার ২৪ বলে অপরাজিত ৪৬ রান করেন। এ ছাড়া উল্লেখযোগ্য হিসেবে মোহাম্মদ নাঈম ১৯ ও অধিনায়ক নাঈম ইসলাম ১৫ রান করেন। শেষ দিকে মাত্র ৪ বলে এই ১৫ রান করেন তিনি।

তবে ১৩ ওভারে ১১৬ রান খুব সহজ ছিল না। সাব্বির ২৫ বলে ৩২ আর সোহরাওয়ার্দী ১৪ বলে ১৬ রান করেন। তবে শুভাগত হোম ব্যাট হাতে নেমে মোটামুটি একটা তাণ্ডব চালিয়ে দলকে এই দারুণ  জয় এনে দেন। মাত্র ১০ বলে ৩২ করেন তিনি। দুটি চার ও তিন ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। শেষ দিকে দেলওয়ার হোসেন দুই বলে ১০ রান করে বাকি কাজটা সারেন।

রূপগঞ্জের হয়ে মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, নাবিল সামাদ ও মুকতার আলী একটি করে উইকেট পান।