একই গ্রুপে ঢাকা ও কলকাতা মোহামেডান
সূচি এবং দল ঠিক হয়েছে আগেই, সোমবার চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের গ্রুপিংও। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে ঢাকা ও কলকাতা মোহামেডান। রাজধানীর এক হোটেলে ড্র অনুষ্ঠানের মাধ্যমে আটটি দলকে দুই গ্রুপে ভাগকরা হয়।
চট্টগ্রাম আবাহনীর আয়োজনে আগামী ২০ অক্টোবর থেকে আসরটি শুরু হচ্ছে। ১৭ অক্টোবর হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। সব ম্যাচই হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৫ এবং রানার্সআপ দল ১০ হাজার ডলার অর্থ পুরস্কার। প্রতিটি দল অংশগ্রহণ ফি পাবে পাঁচ হাজার ডলার করে।
‘এ’ গ্রুপ : ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলকাতা মোহামেডান, ডি স্পিঙ্গার বাজান (আফগানিস্তান) ও সলিড এফসি (শ্রীলঙ্কা)।
‘বি’ গ্রুপ : ঢাকা আবাহনী লিমিটেড, কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাব, করাচি ইলেটকট্রিক এসসি (পাকিস্তান)ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র।