কিরগিজস্তান জয়ের মিশন
দেশ ছাড়ার আগেই কিরগিজস্তানে জয়ের আশাবাদ দেখিয়েছিলেন তিনি। নবনিযুক্ত ইতালীয় কোচ ফাবিও লোপেজের কথায় উজ্জীবিত হয়ে খেলোয়াড়রাও ভালো ফল পেতে মরিয়া। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে কিরগিজস্তানের বিপক্ষে মামুনুলরা নতুন দিগন্ত উন্মোচনের মিশনে মাঠে নামবেন। বিশকেকে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের লড়াই।
অবশ্য ঘরের মাঠে এই কিরগিজস্তানের বিপক্ষেই বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। সেই দলটিকে তাদেরই মাঠে হারানোর প্রত্যা। তা সম্ভব? বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন তা অসম্ভবও নয়। সোমবার বিশকেক থেকে তিনি জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে কিরগিজস্তান থেকে ভালো ফল নিয়েই দেশে ফেরা। আগের ম্যাচে তাদের সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না বলেই আমরা হেরেছিলাম। নতুন কোচের অধীনে যদি পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষেই আসবে বলে আমার বিশ্বাস।’
অবশ্য বিশকেকের তাপমাত্রা এখন ১২ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করছে। বাংলাদেশের জন্য তা অস্বস্তিকরই হতে পারে। তা নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচ ফাবিও লোপেজও, ‘বিশকেকে এখন প্রচণ্ড রকমের ঠান্ডা। এমন আবহাওয়ায় ভালো খেলা খুবই মুশকিল। অবশ্য আমাদের জন্য ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা সবাই সুস্থ রয়েছে।’
সম্প্রতি এই বিশকেক থেকেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাব খেলে এসেছিল। বর্তমান জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই সেই দলে ছিলেন। তা বাংলাদেশের জন্য কিছুটা হলেও ভালো দিক হতে পারে।
তবে ঠান্ডার যন্ত্রণা সত্বেও বাংলাদেশ কোচ আশাবাদী ভালো ফল পেতে, ‘এই সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলেই আমাদের এগিয়ে যেতে হবে। খেলোয়াড়রা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে, ভালো ফল পাওয়া অসম্ভব কিছু নয়।’